ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল।
তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়েজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে এই ইফতারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহিতুল ইসলাম, জেলা বণিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, অসীমাঞ্জলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. অসীম কুমার সাহা, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আককাস সিকদার, সদর থানা ওসি শহিদুল ইসলাম, সদর উপজেলা ভমভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হক মনু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখেরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমীন খান সুরুজ, পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার।
সংগঠনের আহ্বায়ক আলআমিন তালুকদারের সভাপতিত্বে সদস্য সচিব অলোক সাহার সঞ্চালনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন রেজিষ্ট্রি অফিস মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ ইয়াসিন।
দোয়া ও ইফতার মাহফিলে সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।