নলছিটিতে নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত।
তাইফুর রহমান(বালী তূর্য)ঝালকাঠি(নলছিটি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল আহসান ফুয়াদ কাজীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য গত ৭ জানুয়ারি দিবাগত রাতে নিজ বাড়ীর সামনে অবস্থিত চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে নৃশংসভাবে খুন হন তিনি।
নিহতের স্বজনদের আয়োজনে ১২ রমজান বিকেলে আসরবাদ সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ী সম্মুখ মাঠে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় নিহত ফুয়াদ কাজীর বোনজামাই কামরুল সালেহীন বলেন,ফুয়াদ কাজীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আপনারা তার সম্পর্কে সবই জানেন সে আপনাদের এলাকার সন্তান ছিল। সে এমন কোন কাজ করেনি যে তাকে এভাবে কুপিয়ে মেরে ফেলতে হবে। তিনি আরও বলেন আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই কারণ তারা ইতিমধ্যে কয়েকজন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। বাকিদেরও তারা অচিরেই গ্রেফতার করবেন বলে আমরা আশা করি।
এসময় আরও বক্তব্য রাখেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিজানুর রহমান লালন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান,জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন মাস্টার প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন নিহত জিয়াউল আহসান ফুয়াদ কাজীর পিতা আলহাজ্ব মকবুল হোসেন কাজী। এসময় ইউপি সদস্য মহিউদ্দিন আহমেদ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, ফুয়াদ কাজীর বড় ভাই ফয়সাল কাজী, সিদ্ধকাঠি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম রাজিব, নিহতের অন্যান্য স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।