ঢাকায় আসছেন ভুটানের রাজা
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক চার দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন। বাংলাদেশের আমন্ত্রণে ১১ বছর পর আবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সফরকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।
গত জানুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর ভুটানের রাজাই হচ্ছেন সর্বোচ্চ পর্যায়ের বিদেশি অতিথি। সফরকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে। তার সফরে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নবায়ন হতে পারে। এছাড়া কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে সফরে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ভুটানের রাজার সফর নিয়ে আজ রবিবার সাংবাদিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।