Home সারাদেশ ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সহ সভাপতি নির্বাচিত হলেন নলছিটির কৃতি সন্তান কে.এম সবুজ।
মার্চ ২৪, ২০২৪

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সহ সভাপতি নির্বাচিত হলেন নলছিটির কৃতি সন্তান কে.এম সবুজ।

তাইফুর রহমান (বালী তূর্য),ঝালকাঠি(নলছিটি)প্রতিনিধি:
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সহ সভাপতি পদে নির্বাচিত হলেন বেসরকারী টেলিভিশন চ্যানেল “এনটিভি”র ষ্টাফ রিপোর্টার কে.এম সবুজ। শনিবার সংগঠন কার্যালয়ে এক সভায় শুন্য পদে সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ পদে কে.এম সবুজ’কে নির্বাচিত করা হয়।
বিকেল সারে ৪ টায় সংগঠনের মাসিক এই সভায় সভাপতিত্ব করেছেন ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার। বিভিন্ন এজেন্ডায় সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা আলোচনায় অংশ নেন। সভা সঞ্চালনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।
সভায় কে.এম সবুজকে সংগঠনের সহ সভাপতি নির্বাচিত করায় স্থানীয় ৪টি দৈনিক পত্রিকার সম্পাদকগন পৃথক অভিনন্দন বার্তা দিয়েছেন। এরা হলেন, জাহাঙ্গীর হোসেন মঞ্জু (দৈনিক শতকন্ঠ), এস.এম.এ রহমান কাজল (দৈনিক অজানাবার্তা), মাহাবুব আলম (দৈনিক ঝালকাঠি বার্তা), জিয়াউল হাসান পলাশ (দৈনিক দুরযাত্রা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *