নলছিটিতে শ্রীগুরু সংঘের ৫ দিনব্যাপী অনুষ্ঠান শুরু,হাসপাতালের রোগীদের মাঝে ফল বিতরণ।
তাইফুর রহমান,ঝালকাঠি(নলছিটি):
নলছিটিতে শ্রীগুরু সংঘের ৫ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে।
২০ মার্চ বুধবার সকালে মন্দির প্রাঙ্গণে সংঘ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয়।
দুপুরে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের মাঝে ফল বিতরণ করা হয়।শ্রীগুরু সংঘ নলছিটি শাখার সদস্যদের এ ফল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাসেল ঢালী,নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস,কৃষ্ণলাল চক্রবর্তী,বাসুদেব নন্দী,অমল কর্মকার,রতন কুমার দাস, গৌতম কর্মকার, বাবুল দত্ত, নিতাই কর্মকার,গৌতম কুমার দাস পিন্টু,শিশির কর্মকার সাধু,সজল মালো,নিতাই দাস,লোকনাথ কর্মকার প্রমুখ।
বিকেল সারে ৩টায় শোভাযাত্রায় শতশত ভক্ত অংশ গ্রহণ করেন। আয়োজকরা জানান সন্ধ্যার পর ভক্ত সম্মেলন, রাতে অধিবাস এবং সকাল থেকে ২৪ প্রহর অখণ্ড নামযজ্ঞ শুরু হবে। নাম যজ্ঞের তিনদিনের অনুষ্ঠানে প্রতি বছরের মতো সকল ভক্তদের জন্য দুপুর ও রাতে অন্ন প্রসাদের ব্যবস্থা থাকবে। এবং আগামী রবিবার মহোৎসবের মধ্য দিয়ে পাচ দিনের এ উৎসবের সমাপ্ত হবে।