Home জাতীয় লক্ষ মুসল্লির উপস্থিতিতে লক্ষ্মীপুরে আল্লামা লুৎফুর রহমানের নামাজে জানাজা সম্পন্ন
মার্চ ৫, ২০২৪

লক্ষ মুসল্লির উপস্থিতিতে লক্ষ্মীপুরে আল্লামা লুৎফুর রহমানের নামাজে জানাজা সম্পন্ন

লক্ষ্মীপুরে লক্ষাধিক ভক্ত, অনুরাগীর উপস্থিতিতে বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন, প্রবীণ আলেমে দ্বীন আল্লামা লুৎফুর রহমান সাহেবের জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে রামগঞ্জ উপজেলার গাজীপুর রাজ্জাকিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসুল (সা:) সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী।

এছাড়া জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মো: শাহজাহান, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির জনাব রুহুল আমিন ভূইয়া, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমদ, জেলা নায়েবে আমির জনাব এ আর হাফিজ উল্যাহ, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা জাহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন ড. খলিলুর রহমান মাদানী, মুহাদ্দিস আবু নছর আশরাফী, মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, মাহমুদুর রহমান দেলোয়ার, মোল্লা নাজিমুদ্দিন, অধ্যক্ষ জায়েদ হোসেন ফারুকী, সাইয়্যেদ মাহবুব ইজ্জুদ্দীন তাহের জাবেরী আল মাদানী-সহ দেশ বরণ্য ওলামায়ে কেরাম ও মরহুমের পরিবারের সদস্যরা। এ সময় দল-মত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল রাত সাড়ে ৮টায় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে, সকাল ৮টা ৩০ মিনিটে গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা ও সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ বাড়িতে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়েছে।

ওলামায়ে কেরাম তাদের বক্তব্যে বলেন, ‘তিনি দীর্ঘ ৫৪ বছর কুরআনের তাফসির পেশ করেছেন, দেশের প্রতিটি জেলা, উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, কোরিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সমূহ-সহ বিশ্বের বহু দেশেও কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন।’

ওলামায়ে কেরাম আরো বলেন, ‘উনার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তারপরও আশা প্রকাশ করেন, উনার জীবনী থেকে শিক্ষা নিয়ে হাজারো দ্বীনের দ্বায়ী তৈরি হবে, উনার রেখে যাওয়া কাজ সম্পন্ন করবে।’

এ সময় সকল বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন। এছাড়া দেশবাসীর কাছে দোয়া কামনা করেন আল্লাহ যেন মরহুমকে জান্নাতবাসী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *