Home বিনোদন আম্বানিদের অনুষ্ঠানে ঐশ্বরিয়াসহ বচ্চন পরিবার
মার্চ ৫, ২০২৪

আম্বানিদের অনুষ্ঠানে ঐশ্বরিয়াসহ বচ্চন পরিবার

ধনকুবের মুকেশ আম্বানির ছেলে আনান্ত আম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠানে পুরো বলিউডের অভিনেতা-অভিনেত্রী গুজরাটের জামনগরে হাজির হয়েছিলেন। এ অনুষ্ঠানে ঐশ্বরিয়া রাইকে পুরো বচ্চন পরিবারের সঙ্গেই দেখা গেছে। অবশেষে আম্বানিদের অনুষ্ঠানে পুত্রবধু সহ বচ্চন বাড়ির উপস্থতিতে স্বস্তি এলো ভক্তদের মনে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার আনান্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের শেষ দিনে আসে বচ্চন পরিবার। ননদ, শ্বশুর-শাশুড়ি, মেয়ে আরাধ্যা, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে একই বিমানে জামনগর পৌঁছান ঐশ্বরিয়া রাই।

বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পরই আলাদা গাড়িতে উঠে যান শ্বেতা। স্বামী অভিষেককে নিয়ে আলাদা হয়ে যান ঐশ্বরিয়া। তবে বেরোনোর সময় ননদের সঙ্গে হেসে হেসেই কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে।

এ দিনের জামনগর বিমানবন্দরের এই ছবি যেন স্বস্তি দিয়েছে বচ্চন অনুরাগীদের। শুধু তাই নয়, এ দিনের অনুষ্ঠানে আলোকচিত্রীদের দেখে হেসে অভিবাদন জানান জয়া বচ্চনও। আম্বানিদের অনুষ্ঠানে তিক্ততা মিটিয়ে কাছাকাছি বচ্চন পরিবার?

সম্প্রতি মায়ানগরিতে খুবই আলোচনা হচ্ছিল যে, বচ্চন পরিবারে সদস্যদের নাকি বনিবনা হচ্ছে না একেবারেই। গত দেড় দশকের বেশি সময়ে একাধিকবার বচ্চন পরিবারের সদস্যদের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে বলিউডে। শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি আদায়-কাঁচকলায় সম্পর্ক ঐশ্বরিয়ার। গত কয়েক মাসে আরও বেড়েছে সেই গুঞ্জন।

দিন দিন নাকি তিক্ততা বেড়েই চলেছে ঐশ্বরিয়া এবং শ্বেতার মধ্যে। গত বছরের দীপাবলির অনুষ্ঠানে মেয়ে আরাধ্যাকে নিয়ে শহর ছেড়েছিলেন নায়িকা। সেই সময় তার জায়গায় অমিতাভের সঙ্গে দীপাবলির পূজায় অংশগ্রহণ করেছিলেন শ্বেতাই। সেই কারণে নাকি আরও অশান্তি আরও বেড়েছে তাদের মধ্যে। কিন্তু এবার আম্বানিদের বাড়ির অনুষ্ঠানে বচ্চন পরিবারের একসঙ্গে উপস্থিতি যেন সব জল্পনার অবসান ঘটালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *