Home বিনোদন পিকনিকে দাওয়াত পাননি, ক্ষোভ ঝাড়লেন জায়েদ খান
মার্চ ২, ২০২৪

পিকনিকে দাওয়াত পাননি, ক্ষোভ ঝাড়লেন জায়েদ খান

আইনি জটিলতা না থাকলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির টানা তৃতীয়বারের সাধারণ সম্পাদক থাকতেন চিত্রনায়ক জায়েদ খান।

শনিবার (২ মার্চ) ঢাকার অদূরে আশুলিয়ার পিয়াংকা শুটিং হাউজে অনুষ্ঠিত পিকনিকে মধ্যমণি হয়ে থাকতেন তিনিই। অথচ সেই জায়েদ খানকে পিকনিকে আমন্ত্রণই জানানো হয়নি।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর জ্বালা সিনেমার এই নায়ক। জায়েদ খান কালবেলাকে বলেন, তারা হিংসাত্মক এবং নিম্ন মানসিকতার যে পরিচয় দিয়েছে এটি নিয়ে কথা বলতেও খারাপ লাগে। এই কমিটি কোনো কাজই ঠিক মতো করতে পারেনি। আমাকে তাদের কিসের এত ভয়। শিল্পীরা জায়েদ খানকে ভালোবাসে এটাই তারা মেনে নিতে পারে না। আমি শিল্পীদের পাশে ছিলাম। করোনার সময় মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে লাশ বহন করেছি। অসচ্ছল শিল্পীদের ঘরে ঘরে প্রয়োজনীয় খাবার ও অন্যান্য জিনিস পৌঁছে দিয়েছি।

তিনি আরও বলেন, দেখুন নিপুনের কারণেই আজকে শিল্পী সমিতির বেহাল দশা। এখন আর শিল্পী সমিতিতে সিনিয়র শিল্পীরা কেউ যায় না। শিল্পীদের মন এত ছোট হলে হয় না। আমন্ত্রণ পাঠালে তারা ছোট হয়ে যেত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *