Home অপরাধ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা 
মার্চ ২, ২০২৪

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা 

জেলা প্রতিনিধি,
নাহিদ হাসান মুন্না
২ মার্চ, ২০২৪।
নড়াইলের কালিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নিলয় মোল্যা (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় নিলয়ের সঙ্গে থাকা তামিম নামে  একজন আহত হয়েছেন।
নিহত নিলয় মোল্যা উপজেলার টোনা গ্রামের সাবেক পুলিশ সদস্য সুলতান আহমেদ মোল্যার ছেলে এবং স্থানীয় টোনা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
নিলয়ের সঙ্গে থাকা তার আহত বন্ধু তামিম জানায়, কিছুদিন আগে তাদের গ্রামের একটি মেয়েকে উত্ত্যক্ত করে শাকিল খান নামে ব্রাহ্মণপাটনা গ্রামের এক তরুণ। নিলয় মোল্যা এর প্রতিবাদ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিলকে চড় দেন নিলয়। পরে স্থানীয়  বড় ভাইয়েরা ঘটনাটি মীমাংসা করে দেন। ওই ঘটনার জের ধরে আজকে মাহফিল থেকে নিলয়কে একজন বিড়ি  খাওয়ার কথা বলে ডেকে নিয়ে দুইটা চড় মারে। পরে ওখানে কি হয়েছে তা দেখতে যায় তার বন্ধু তামিম। এসময় শাকিলসহ  ২০-৩০ জন দা, সেভেন গিয়ার ছোরা, লাঠি নিয়ে সজ্জিত হয়ে থাকা একটি বাহিনী তাদের উপর আক্রমণ করে। আমরা বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে।
 খাশিয়াল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজ্জাক খন্দকার বলেন, মাহফিলের পাশে অনেক শব্দ শুনে দৌড়ে এসে দেখি নিলয় নামের ছেলেটা পড়ে আছে। প্রচুর রক্ত ঝরছে। পরে আমরা তাকে প্রথমে স্থানীয় বড়দিয়া বাজারে চিকিৎসা দিতে নিয়ে যায়। পরে সেখান থেকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত বলে ঘোষণা করে।
নিহত নিলয়ের পিতা সুলতান আহমেদ মোল্যা বলেন, ছেলে বাড়ি থেকে কয়েকজনের সাথে মাহফিল শুনতে গেছিল। এরপর ফোন পায় নিলয়কে মারধর করেছে। হাসপাতালে এসে দেখি নিলয় আর নেই৷
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পার্থ প্রতিম বিশ্বাস বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই নিলয়ের মৃত্যু হয়েছিল। তামিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত শাকিল খান বা তার পরিবারের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, লাশ কালিয়া হাসপাতালে রয়েছে। এখনো কোন অভিযোগ পায় নি। তবে আসাসীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যহত রয়েছে।
নাহিদ হাসান মুন্না
নড়াইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *