Home বিনোদন সন্তান নিয়ে যে পাঁচ কথা বলেছিলেন দীপিকা-রণবীর
ফেব্রুয়ারি ২৭, ২০২৪

সন্তান নিয়ে যে পাঁচ কথা বলেছিলেন দীপিকা-রণবীর

বলিপাড়ার হিট জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গুঞ্জন রয়েছে, প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। ভারতীয় গণমাধ্যম দ্য উইক বলছে, ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটাতে নাকি বেবি বাম্প লুকাতে বিশেষ কায়দায় শাড়ি পরেছিলেন নায়িকা। রাখঢাক করেও নতুন অতিথি আগমনের বিষয়টি লুকিয়ে রাখতে পারেননি অভিনেত্রী।

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোনএএনআই

দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে এখন সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। তবে বাড়িতে নতুন অতিথি আসার ব্যাপারটি সত্যি না মিথ্যা, এ নিয়ে এখনো মুখ খুলছেন না দীপিকা বা রণবীর। তবে কেউ খবরটি অস্বীকারও করেননি তাঁরা। এর আগে বেশ কয়েকবার সংবাদমাধ্যম কিংবা অনুষ্ঠানে সন্তানের বিষয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করেছিলেন দীপিকা-রণবীর। দেখে নেওয়া যাক, কী বলেছিলেন তাঁরা?

২০১৩ সালে সমালোচক রাজীব মাসান্দের সঙ্গে এক গোলটেবিলে অংশ নেন দীপিকা। অভিনয়ে না এলে কী করতেন—এমন প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘আমি যদি অভিনেত্রী না হতাম, তাহলে জানি না, কী করতাম। তবে সম্ভবত আমার আশপাশে কিছু বাচ্চা থাকত, একটি সুখী পরিবার।’

তিন বছর আগেই গোপনে বাগ্‌দান সেরেছিলেন রণবীর ও দীপিকা

তিন বছর আগেই গোপনে বাগ্‌দান সেরেছিলেন রণবীর ও দীপিকা

২০১৮ সালে রণবীর-দীপিকার বিয়ের পর ইন্ডিয়া ইকোনমিক কনক্লেভে যোগ দিয়েছিলেন রণবীর সিং। সেখানে সন্তান নিয়ে তাঁর পরিকল্পনা কী—এমন একটি প্রশ্ন করা হয়েছিল। উত্তরে রণবীর বলেন, ‘বিষয়টি পুরোপুরিই দীপিকার ওপর ছেড়ে দিয়েছি। বেশির ভাগ সিদ্ধান্তের ভার তাঁর ওপরই ছেড়ে দিয়েছি। কারণ, সে সবকিছুতেই ভালো। এটা বলতে দ্বিধা নেই, আমার থেকেও বেশি পরিণত দীপিকা।’

পরের বছরই দীপিকা সন্তানসম্ভবা বলে গুঞ্জন রটে। বিষয়টি নিয়ে হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা হয় অভিনেত্রীর। দীপিকা বলেন, ‘সমাজ যেভাবে মানুষের ওপর চাপ তৈরি করে, সেটা খুবই দুঃখজনক। যেহেতু সম্পর্কে আছ, বিয়ে কবে করছ? বিয়ের পর আসে বাচ্চা নেওয়ার চাপ। আমি এই গুঞ্জন নিয়ে মোটেই অবাক হচ্ছি না। আমরা কেউই অবাক হচ্ছি না। আমাদের অবশ্যই সন্তান নেওয়ার ইচ্ছা আছে। খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে না। আমরা এখন স্বার্থপরের মতো ক্যারিয়ারের দিকেই বেশি মনোযোগী। আমরা এখন এ বিষয়ে একেবারেই ভাবছি না।’

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রাম থেকে
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রাম থেকে

দুই বছর পর মনে হচ্ছিল এই দম্পতি সন্তানের ব্যাপারে ইতিবাচক। ২০২১ সালে টিভি অনুষ্ঠান ‘দ্য বিগ পিকচার’-এ বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় রণবীরকে। অভিনেতা বলেন, ‘আপনারা জানেন, আমাদের বিয়ে হয়েছে এখন দু-তিন বছরের মধ্যে বাচ্চাও হবে, ভাইসাব…। আপনাদের ভাবি খুব মিষ্টি বাচ্চা ছিল। আমি তো প্রতিদিন ওর (দীপিকা) ছোটবেলার ছবি দেখি। বলতাম, এমন একজনকে দাও যে আমার জীবনটা সেট হয়ে যাবে।’

গত বছর জানুয়ারিতে ভোগ সিঙ্গাপুরকে দেওয়া এক সাক্ষাৎকারেও সন্তান নিয়ে আগ্রহের কথা জানান দীপিকা। অভিনেত্রী বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে খ্যাতি ও অর্থ পাওয়া সহজ। এর মাধ্যমে নিজেকে দূরেও সরিয়ে নেওয়া যায়। তবে বাড়িতে আমাকে তারকা ভাবে না কেউ। আমি প্রথমে একজন নারী, তারপর বোন। আমি ও রণবীর চাই আমাদের সন্তানকেও সে মূল্যবোধে বড় করতে।’

দীপিকাকে প্রশ্ন করা হয়, তাহলে নিশ্চয়ই দ্রুতই মা-বাবা হচ্ছেন আপনারা? অভিনেত্রীর জবাব, ‘অবশ্যই আমি আর রণবীর বাচ্চাদের খুব ভালোবাসি। সেদিনের অপেক্ষায় আছি, যে দিন পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব আমরা।’ এবার মনে হচ্ছে সে স্বপ্নই পূরণ হতে চলেছে অভিনেত্রীর।

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমাতেও স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে তাঁদের।

ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গত বছরের নভেম্বরে বেলজিয়ামে নিজেদের পঞ্চম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেন ‘দীপবীর’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *