নড়াইলে পরিসংখ্যান দিবস উপলক্ষে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধিঃ
নাহিদ হাসান মুন্না
”স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এটি বর্ণাঢ্য র ্যালি বের হয়ে আদলত সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়৷ পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মো. নজরুল ইসলাম প্রমুখ।
নাহিদ হাসান মুন্না
২৭/০২/২৪