Home সারাদেশ স্বপন গোমস্তাকে সভাপতি এবং মিরাজকে সাধারন সম্পাদক করে নাচনমহল ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন।
ফেব্রুয়ারি ২৫, ২০২৪

স্বপন গোমস্তাকে সভাপতি এবং মিরাজকে সাধারন সম্পাদক করে নাচনমহল ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন।

তাইফুর রহমান, ঝালকাঠি (নলছিটি) প্রতিনিধি :
ঝালকাঠি জেলাধীন নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারী ২০২৪ শনিবার বিকাল ৩ ঘটিকায় নাচনমহল বাজারে নাচনমহল ইউনিয়ন শাখার বাংলাদেশ কৃষক লীগের কমিটি গঠন করা হয়।নাচনমহল ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক মিরাজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে স্বপন গোমস্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান এবং উদ্ভোধন করেন নলছিটি উপজেলা কৃষক লীগের সভাপতি কাউন্সিলর মোঃ ফিরোজ আলম খান। এ ছাড়া বক্তব্য রাখেন নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম মোল্লা, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিন কবির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ হাং, নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মাষ্টার। এ সময় উপস্থিত ছিলেন নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আঃ হাকিম মাঝি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাকসুদা পারভীন, প্রচার সম্পাদক আঃ রাজ্জাক, যুবলীগের আহবায়ক সাখাওয়াত হোসেন রাসেল, যুগ্ম আহবায়ক মনির জমাদ্দার, সোহাগ হাং, ছাত্রলীগের সভাপতি হালিম, সোয়াইব ইসলাম শুভ, ইউনিয়ন পরিষদের সদস্য ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কৃষক লীগের ৯ টি ওয়ার্ডের কাউন্সিলবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সকল কাউন্সিলদের সর্বসম্মতি ক্রমে স্বপন গোমস্তা কে সভাপতি এবং মিরাজ হোসেন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *