রংপুরের সবচেয়ে বড় বাইক ক্যাম্পিং আজ
মোঃ জুবায়ের হোসাইন
উপজেলা প্রতিনিধি, হাকিমপুর, দিনাজপুর।
বাইকারদের মিলন মেলা না। এ যেন ভালোবাসা বিতরণ। রংপুর বিভাগের সবচেয়ে বড় ক্যাম্পিং এর সিজন-২ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
পার্বতীপুর বাইকার্স-এর নিমন্ত্রণে আজ ২৩ ফেব্রুয়ারি পার্বতীপুরের শয়ার পুকুরে এই ক্যাম্পিং হচ্ছে। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, ফুলবাড়ী বাইক রাইডার্স, বিরামপুর বাইক রাইডার্স ও হিলি বাইকার ক্লাব সহ রংপুর বিভাগের মোট ২৪ টি বাইকিং টিম থেকে ২৩০ জন মেম্বার এবং ১৭ টি স্পন্সর।
ক্যাম্পিং আয়োজনে সহযোগী হিসাবে আছেন ফুলবাড়ি রাইডার্স, নর্থ রাইডার্স বিডি, দিনাজপুর বাইকার্স, নীলফামারী বাইকার্স ক্লাব ও পার্বতীপুর বাইকার্স।
ক্যাম্পিং এ অংশ গ্রহনকারীদের জন্য রয়েছে স্বাগতম উপহার, বিকেলের রাস্তা, সন্ধ্যার আইসক্রিম, রাতের খাবার হিসেবে রয়েছে হাঁসের মাংস ডাল এবং ভাত, সকালের খাবার স্বরুপ ডিম ও খিচুড়ি। আরো আছে র্যাফেল ড্র, খেলাধুলা এবং ক্যাম্প ফায়ার।
ক্যাম্পিং এ অংশগ্রহনকারী মেম্বাররা বলছেন। তারা এই মিলন মেলায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত।
ক্যাম্পিং রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে তাবু থাকতে ৮ শত টাকা, তাবু না থাকলে ১ হাজার টাকা।