বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে তেজগাঁও থেকে ১৭ জনকে গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে এই অভিযান চালানো হয় বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ১৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারের পাঠানো হয়েছে। অপরজনকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।
তেজগাঁও থানা-পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতজন পরোয়ানাভুক্ত আসামি। একজন নিয়মিত মামলার আসামি। ছিনতাইয়ের ‘প্রস্তুতিকালে’ ধরা হয়েছে পাঁচজনকে। তিনজনকে সন্দেহের বশে গ্রেপ্তার করা হয়েছে। আর বমি পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে ধরা হয়েছে।
তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বমি পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাঁকে ধরা হয়েছে, তাঁর নাম ফজলে রাব্বি (২৮)। তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদন জানানো হয়েছে।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, গত শুক্রবার বমি পার্টির দুই সদস্য হাতেনাতে ধরা পড়েন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এ দলের সদস্যরা বাসে ওঠেন। একপর্যায়ে তাঁদের একজন কোনো যাত্রীর ওপর কৃত্রিমভাবে বমি করে দেন। এ সময় অন্যরা পরিষ্কার করার নাম করে যাত্রীর কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেন।