অবশেষে বড় পর্দায় অভিষেক মেহজাবীনের
বছরের শুরুতেই ঘোষণা দিয়েছিলেন বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। তবে কবে, কীভাবে বড় পর্দায় অভিষেক ঘটাবেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী। এবার জানা গেল তার প্রথম সিনেমার নাম। মাকসুদ হোসেনের পরিচালনায় সিনেমার নাম রাখা হয়েছে ‘সাবা’।
সম্প্রতি সিনেমার একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। পোস্টারে দেখা যায় এলোমেলো চুলে, আনমনা এক মেহজাবীনকে। নিজের নতুন সিনেমা সম্পর্কে জানতে কালবেলা থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার মধ্যেও কথা বলার ইচ্ছে প্রকাশ করেন।
সিনেমায় মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করতে দেখা যাবে রোকায়া প্রাচী ও মোস্তফা মনোয়ারকে।
সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও দেখা যাবে মেহজাবীনকে। এর গল্প লিখেছেন ত্রিলোরা খান ও নির্মাতা নিজে।
গেল ভালোবাসা দিবসে মেহজাবীনের ওয়েব সিরিজ ‘আরারাত’ মুক্তি পেয়েছে। ভিকি জাহিদের পরিচালনায় সিরিজে রুপা চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে দেখা যায় শ্যামল মাওলাকে। এ ছাড়া ছয় পর্বের ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, রোজী সিদ্দিকী।