Home বিনোদন শাহরুখ–ভক্ত এই হলিউড অভিনেতা, চেনেন তাঁকে?
ফেব্রুয়ারি ১৯, ২০২৪

শাহরুখ–ভক্ত এই হলিউড অভিনেতা, চেনেন তাঁকে?

হলিউডে সে অর্থে ডাক পাননি বলিউডের কিং শাহরুখ খান। এ নিয়ে অভিনেতাকে প্রায়ই আফসোস করতে দেখা যায়। তবে শাহরুখ এখনো হলিউডে অভিনয় করতে না পারলেও তাঁর বড় ভক্ত হলিউডেরই জনপ্রিয় অভিনেতা ও রেসলার জন সিনা। দু–এক দিনের নয়, বহু বছর ধরেই শাহরুখের ভক্ত তিনি।

জন সিনা
জন সিনারয়টার্স

এবার শাহরুখ খান অভিনীত জনপ্রিয় ছবি ‘দিল তো পাগল হে’ সিনেমার গান গাইলেন জন। জনের গাওয়া গানটি এরই মধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ভাঙা ভাঙা শব্দে ‘ভোলি কি সুরাত আঁখো মে মাস্তি, দুর খাড়ি সরমায়ে, আয় হায়ে…’ গাইছেন জন সিনা।

রোববার নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন রেসলার গুরব সিহরা। তিনি লিখেছেন, ‘জন সিনা শাহরুখ খানের বড় ভক্ত। এই গান শাহরুখ খান আপনার জন্য।’ ভিডিওতে গুরব সিহরা গানের লাইনগুলো বলছিলেন, জন সিনা শুনে শুনে গাওয়ার চেষ্টা করছিলেন।

বলিউড কিং শাহরুখ খান হলিউডে অভিনয় করেননি কেন

বলিউড কিং শাহরুখ খান হলিউডে অভিনয় করেননি কেন

উত্তরে জন বলেছেন, ‘আমরা এখন জিমে আছি, নিজেদের উন্নতির চেষ্টা করছি কিন্তু এখানে বড় হওয়ার অনেক পদ্ধতি আছে। আমি আমার যথাসাধ্যভাবে গানটি শেখার চেষ্টা করব।’

জনের গাওয়া গানটি শুনে যারপরনাই উচ্ছ্বসিত শাহরুখ খানের ভক্তরা। দ্রুতই কমেন্ট বন্যায় ভেসে যাচ্ছে ভিডিওটি। জনের কণ্ঠে শাহরুখের সিনেমার গান শুনে আশ্চর্য হয়েছেন অনেকে। বলছেন, ‘হিন্দি গান একেবারে সঠিকভাবেই গাইছেন জন।’ সেই সঙ্গে জন-শাহরুখের অভিনীত কোনো টিভি সিরিজ দেখার কল্পনাতেও ভাসছেন কিং খানের অগনিত ভক্ত-অনুরাগী।

জন শুধু আজকে নয়, বহু আগে থেকেই কিং খানের ভক্ত। প্রায়ই শাহরুখ খানকে নিয়ে পোস্ট দিতে দেখা যায় তাঁকে। এসব পোস্টে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ থাকেন তিনি। উত্তরে হলিউড অভিনেতা ভক্তকে ধন্যবাদ জানান কিং খান। কোনো একদিন হলিউড নায়কের সঙ্গে দেখা করারও আগ্রহ প্রকাশ করেন বলিউডের হার্টথ্রব নায়ক।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘দিল তো পাগল হে’ ছবিতে শাহরুখ খানের সহ-অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত ও কারিশমা কাপুর। শেষবার গত বছর ‘ডানকি’ ছবিতে দেখা যায় শাহরুখ খানকে। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *