ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের দাওয়াতি পক্ষের উদ্বোধন
তাইফুর রহমান, ঝালকাঠি (নলছিটি) প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠন একযোগে সারাদেশে ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৯শে ফেব্রুয়ারি দাওয়াতি পক্ষ ঘোষণা করেছে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার আয়োজনে সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে দাওয়াতি পক্ষের উদ্বোধন করেন সংগঠনের জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন।
এ সময় তিনি বলেন আমরা ৭১ কে ধারণ করি। অসহায় মজলুম ও গণমানুষের জন্য সংগ্রাম করি এবং এদেশের মানুষের বোধ, বিশ্বাস ও ইসলাম নিঃসৃত নীতিতে নারীর উন্নয়ন ও মুক্তির আন্দোলন করি। দেশের সকল ধর্মের ও বিশ্বাসের মানুষের অধিকার এবং নিরাপত্তায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকি। আমরা সংঘাত নয়: বরং শান্তিপূর্ণ রাজনীতি করি। আমরা অন্যায়ের প্রতিবাদ করি। খেদমতে খালকের মাধ্যমে আদর্শ সমাজ গঠনের চেষ্টা করি। আমরা শুধু ক্ষমতা অর্জনকেই মুখ্য মনে না করে নীতি পরিবর্তনের কাজ করি।
এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে সমবেত হয়ে সকল জনগণকে ঐক্যবদ্ধ ভাবে দেশ গঠনের সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ আরিফ বিল্লাহ, অর্থ ও প্রকাশনা সম্পাদক এইচ এম হাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি ছাত্রনেতা মোঃ ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের তাওহীদী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈমুল ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠান শেষে জেলা শহরের বিভিন্ন এলাকা, প্রতিষ্ঠান ও সাধারণ জনতার কাছে পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে দাওয়াতি পক্ষের আহবান পৌঁছে দেয়া হয়।