Home সারাদেশ কয়রায় গণসংবর্ধনায় ফুলে ফুলে সিক্ত এমপি রশিদুজ্জামান মোড়ল।
ফেব্রুয়ারি ১৭, ২০২৪

কয়রায় গণসংবর্ধনায় ফুলে ফুলে সিক্ত এমপি রশিদুজ্জামান মোড়ল।

মোঃ বায়জিদ হোসেন
কয়রা খুলনা প্রতিনিধি
খুলনা ৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান মোড়লকে সংসদীয় ৪টি স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় তাকে অভিনন্দন জানিয়ে কয়রায় গণসংবর্ধনায় ফুলে ফুলে সিক্ত হলেন  এমপি রশিদুজ্জামান মোড়ল।
 তিনি আজ ১৭ ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় নিজ নির্বাচনী এলাকা কয়রায় ফিরলে কয়রা উপজেলা পরিষদ মাঠে এম পি রশীদুজ্জামান কে  এই সংবর্ধনা দেওয়া হয়।
মোঃ রশীদুজ্জামানের আগমনের খবরে সকাল থেকেই  কয়রা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে  সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে  কয়রা উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়। এ সময় তারা শেখ হাসিনার নৌকার সমর্থনে  জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অনেকের হাতে আবার নৌকা মার্কার সমর্থন জানিয়ে এবং  বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। সংবর্ধনা অনুষ্ঠান  শুরুর আগ মুহূর্তে পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়।
  তিনি মঞ্চে দাঁড়িয়েই সকলের অভ্যর্থনা গ্রহণ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহাসিন রেজার সভাপতি  এবং কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু  নিশিথ রঞ্জন  মিস্ত্রির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে  এমপি রশীদুজ্জামান বলেন, কয়রা-পাইকগাছার মানুষের সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথম অধিবেশনে রাখা বক্তব্যই শেষ কথা নয়, প্রধানমন্ত্রীর সাথে সুপেয় পানিসহ বিভিন্ন সংকট নিয়ে তার সুদীর্ঘ কথা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন। ধৈর্য ধরতে বলেছেন। কয়রা উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। চাঁদাবাজ মুক্ত শিক্ষিত যুবসমাজ গড়ে তুলতে চাই। লোনা পানি মুক্ত কয়রা দেখতে চাই। আমি আপনাদের কাছে স্যার বা সাহেব হয়ে থাকতে চাই না। আপনাদের মাঝে জনগণের সেবক হয়ে চিরদিন বেঁচে থাকতে চাই। আপনারা কয়রা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমাকে সহযোগিতা করবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
আগামীতে সরকারের দেওয়া সকল ওয়াদা পূরণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *