Home সারাদেশ খাগড়াছড়িতে পুনাকের উদ্যোগে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন
ফেব্রুয়ারি ১৪, ২০২৪

খাগড়াছড়িতে পুনাকের উদ্যোগে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলা পুলিশের সহযোগিতায় পুলিশ লাইন্স স্কুলে শুরু হয়েছে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ। গতকাল রোববার (১১ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র উদ্যোগে আনুষ্ঠানিক এই প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)।

এ উপলক্ষে অনুষ্ঠানে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মোঃ জসীম উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তফিকুল আলম, সহকারি পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান সহ পুলিশের সদস্যরা।

পুলিশ লাইন্স স্কুলের বালক-বালিকা মিলে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এই প্রশিক্ষণে। কোচের দায়িত্ব পালন করবেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও কারাতে মাষ্টার, সাংবাদিক আজহার হীরা।

প্রধান অতিথির বক্তব্যে, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা নিজেদের আত্মরক্ষার পাশাপাশি দেশ ও মাতৃকার সেবায় নিয়োজিত থাকবে বলে মন্তব্য করেন পুলিশ সুপার মুক্তা ধর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *