Home সারাদেশ এবার বইমেলায় এসে কাঁদলেন মুশতাকের স্ত্রী তিশা
ফেব্রুয়ারি ১২, ২০২৪

এবার বইমেলায় এসে কাঁদলেন মুশতাকের স্ত্রী তিশা

সম্প্রতি বইমেলা থেকে বিতারিত হয়ে নতুন করে আলোচনায় আসে খন্দকার মুশতাক আহমেদ ও তার স্ত্রী সিনথিয়া ইসলাম তিশা। এরপর থেকে আলোচনা-সমালোচনা যেন তাদের পিছু ছাড়ছে না। একের পর এক ঘটনায় সামনে আসছে তারা।

দুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন বইমেলায় আর যাবেন না এই দম্পতি। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করে আজ সেমবার (১২ ফেব্রুয়ারি) আবারও বইমেলায় যান তারা। এরপরই ঘটে আরেক ঘটনা।

একদল মানুষের কাছে ‘অপদস্থ’ হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তিশা। এ সময় তিনি বলেন, ‘তারা বলছে, খন্দকার মুশতাক ও তিশাকে গুলি করে মেরে ফেলা হোক! তারা কি আমাদেরকে বাঁচতে দেবে না? এমনকি তারা আমাদের বই ছিঁড়ে ফেলছে। কতটুকু শিক্ষা অর্জন করলে একটা বই ছিঁড়ে ফেলা যায় আমার জানা নেই।’

তিশা আরও বলেন, ‘আমারও ইচ্ছে করে স্টলে স্টলে গিয়ে ঘুরে ঘুরে দেখতে। আমি অনেক বই পড়ি, সায়েন্স ফিকশন পড়ি। কিন্তু সেই সুযোগটা পাচ্ছি না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন নারীকে যখন অপদস্থ করা হচ্ছে তখনো কি মানুষের টনক নড়ে না? কেন আমাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে?’

তিশা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মানুষ বলছে, আমাদের মেরে ফেলতে চায়। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলব, আমার নিরাপত্তা কোথায়? একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার নিরাপত্তা চাই।’

উল্লেখ্য, গত শুক্রবার বইমেলা থেকে বের হয়ে যেতে বাধ্য হন খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম তিশা। এ সময় তাদের ঘিরে বিভিন্ন স্লোগান দেন দর্শনার্থীরা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ডিএমপির শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম তিশা। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টায় খন্দকার মুশতাক আহমেদ শাহবাগ থানায় এ জিডি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *