Home বিনোদন প্রতি মিনিটে ১ কোটি, আকাশছোঁয়া পারিশ্রমিক এই অভিনেতার
ফেব্রুয়ারি ১১, ২০২৪

প্রতি মিনিটে ১ কোটি, আকাশছোঁয়া পারিশ্রমিক এই অভিনেতার

গত বছর ‘জেলার’ চলচ্চিত্র দিয়ে তুমুল সাফল্য পেয়েছেন। বছরের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেয় জেলার। এ বছরের শুরুতেই নিজের মেয়ের পরিচালনায় পর্দায় আসছেন সুপারস্টার রজনীকান্ত। ‘লাল সালাম’ দিয়ে বড় পর্দা কাঁপাতে প্রস্তুত রজনীকান্ত, যা মুক্তি পেতে চলেছে এই শুক্রবার।

মেয়ে ঐশ্বরিয়ার পরিচালনায় ‘লাল সালাম’ নিয়ে ইতোমধ্যেই আলোচনায় রয়েছেন রজনীকান্ত। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তার পারিশ্রমিক নিয়ে। শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য বিপুল পরিমাণে পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা। ৭৩ বছর বয়সেও যে কোনো ইয়াং সুপারস্টারকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।

লাল সালামে এবার তার পারিশ্রমিক যেন আরেকবার মনে করিয়ে দিল, তিনি সবচেয়ে দামি অভিনেতাদের একজন। ভারতীয় বিনোদন মাধ্যম কইমই ডটকম অনুসারে, লাল সালামে রজনীকে তার বর্ধিত ক্যামিওর জন্য মোটা অঙ্কের অর্থ প্রদান করা হয়েছে। ট্র্যাক টলিউডের প্রতিবেদন অনুসারে, সিনেমাটিতে অভিনেতার একটি গুরুত্বপূর্ণ ক্যামিও রয়েছে এবং তার স্ক্রিন টাইম ৩০ থেকে ৪০ মিনিট। আর এ জন্য তিনি ৪০ কোটি রুপি চার্জ করেছেন। অর্থাৎ প্রতি মিনিটে ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এ অভিনেতা যা একটি নতুন রেকর্ড।

ঐশ্বরিয়া রজনীকান্ত দীর্ঘ ৯ বছর পর পরিচালনায় ফিরেছেন। তাই মেয়ের সিনেমায় বিশেষ ক্যামিওর প্রস্তাব ফেরাতে পারেননি রজনীকান্ত। আর রজনীকে ঘিরেই সিনেমাটি এখন তুমুল হাইপ তৈরি করেছে। লাল সালামে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত। এছাড়া সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *