Home বিনোদন বছরের শুরুতে ভক্তদের চমক দিলেন জন আব্রাহাম!
ফেব্রুয়ারি ১১, ২০২৪

বছরের শুরুতে ভক্তদের চমক দিলেন জন আব্রাহাম!

নতুন বছরের শুরুতেই ভক্তদের চমক দিলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। নিজের পরবর্তী ছবি ‘বেদা’ নিয়ে আসছেন এই অ্যাকশন হিরো।

‘বেদা’র দুটি ছবি প্রকাশ করেছেন জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “ওর ত্রাতার প্রয়োজন ছিল, পেল অস্ত্র।”

পোস্ট করা ছবির একটিতে দেখা যাচ্ছে বলিউডের এক উদীয়মান নায়িকাকে। তিনি বলিউডের নতুন ‘বাবলি’ শর্বরী ওয়াঘ। ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমায় রানি-সাইফের পাশাপাশি নজর কেড়েছিলেন মহারাষ্ট্রের এই মেয়ে। ‘বাজিরাও মস্তানি’, ‘সনু কে টিটু কি সুইটি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শর্বরী। তার পর শুরু করেন অভিনয়। আমাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে’তে দেখা গিয়েছিল শর্বরীকে। তার পরই ‘বান্টি অউর বাবলি ২’তে সুযোগ পান।

‘বেদা’ সিনেমায় শর্বরীকে বেশ লড়াকু মেজাজেই দেখা যাবে। যার মেন্টর হিসেবে দেখা যাবে জনকে। জন-শর্বরী ছাড়াও এই ছবি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *