ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত।
তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :
বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরাসনে ইসলাম ই একমাত্র সমাধান এই প্রতিপাদ্যকে ধারন করে আজ ১০ ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল ১০:০০টায় ঝালকাঠি জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা সভাপতি আকন মুহাম্মাদ রবিউল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক ওয়ালিউল্লাহ সরদারের সাঞ্চলনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা ইউসুফ আহমাদ মানসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন,জেলা সেক্রেটারী জনাব মুহাম্মদ সাখাওয়াত হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো আ: কুদ্দুছ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ ইবরাহীম আল হাদী সহ উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দু।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আলীয়া মাদরাসা সম্পাদক মুহাম্মদ শাহ জালাল।
প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র সমাজের আতীত সোনালী ইতিহাস স্বরন করিয়ে দিয়ে বলেন দেশ আজ বহুমুখী সমস্যায় নিমজ্জিত, স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পান নি, শিক্ষা কারিকুলাম নিয়ে নানা মুখী ষড়যন্ত্র চলছে। ইসলাম, দেশ, মানবতার সার্থে সকল আন্দোলন সংগ্রমে উপস্থিত থাকার আহবান জানান। প্রধান অতিথি ২০২৩ সেশনের জেলা শাখার কমিটি বিলুপ্ত করে ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করে।
সভাপতি :মোহাম্মদ ইব্রাহিম খলিল।
সহ-সভাপতি :ওয়ালিউল্লাহ সরদার।
সাধারণ সম্পাদক :আব্দুল কাদের তাওহীদ।