Home বিনোদন অমিতাভ বচ্চন আসল ‘বচ্চন’ নয়!
ফেব্রুয়ারি ১০, ২০২৪

অমিতাভ বচ্চন আসল ‘বচ্চন’ নয়!

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। মূলত এই নামেই বিশ্বজুড়ে পরিচিত তার। সম্প্রতি অভিনেতা জানান, ‘বচ্চন’ পদবি তার নয়। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো হতবাক অমিতাভের অনুরাগীরা। ভক্তদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে কী পদবি অভিনেতার।

অভিনেতার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। তার বাবা বিখ্যাত কবি ও লেখক হরিবংশ রাই শ্রীবাস্তব। মা তেজী শ্রীবাস্তব। তাহলে বচ্চন পদবি এলো কোথা থেকে?

10

সাক্ষাৎকারে অমিতাভ বলেন, আমার বাবা একজন নামকরা কবি ও লেখক। তিনি ‘বচ্চন’ ছদ্মনামে লিখতেন। স্কুলে ভর্তি হওয়ার সময় বাবার সেই ছদ্মনামকেই আমি আমার পদবি বানিয়ে ফেলি। শ্রীবাস্তব থেকে হয়ে উঠি ‘বচ্চন’। সেই থেকে আমার পরিবারের সবাই বচ্চন পদবিই ব্যবহার করেন। সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *