নড়াইলে বৃদ্ধর লাশ উদ্ধার
নাহিদ হাসান মুন্না
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় ডোবা থেকে ওয়াদুদ শেখ (৮৫) নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তালবাড়িয়া গ্রামে ওই বৃদ্ধর নিজ বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ওয়াদুদ শেখ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের বসিন্দা।
স্থানীয়রা জানায়, লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের বৃদ্ধ ওয়াদুদ শেখ গত শুক্রবার রাত নিজ বাড়িতে ঘরে ঘুমিয়ে ছিলেন। পরদিন শনিবার সকালে বাড়ির লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। পরে বাড়ির পাশে থাকা একটি ডোবায় নিহতের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ডোবা থেকে লাশ উদ্ধার করে।
ওসি কাঞ্চন কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
নাহিদ হাসান মুন্না
০১৮৩৯৮৩৪৪৯৯