মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুইজনের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।।
সূত্র জানায়, মিয়ানমারে রাষ্ট্রদূতকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে।
এর আগে সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে। সীমান্তের ওপার থেকে মর্টার শেলের আঘাতে দুইজনের মৃত্যু হয়।
মঙ্গলবার মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও সাতজন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয়ও নিয়েছেন। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এই নিয়ে এখন সংখ্যা দাঁড়ালো মোট ১১৭ জনে।