জবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ
তৌকির আহমেদ, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী প্রক্টর পদে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কে.এম সুজাউদ্দিন ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায়কে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত ভিন্ন দুই অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কে.এম সুজাউদ্দিন ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.কিশোর রায় কে পরবর্তী ০২(দুই) বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো।
অফিস আদেশে আরও বলা হয়, এ আদেশ ০৫/০২/২০২৪ ইং থেকে কার্যকর হবে এবং বিধি মোতাবেক তারা দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।