Home সারাদেশ ঘাটাইলে সুনীল চন্দ্র বর্মনের আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠিত। 
ফেব্রুয়ারি ১, ২০২৪

ঘাটাইলে সুনীল চন্দ্র বর্মনের আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠিত। 

রুহুল আমিন
ঘাটাইল উপজেলা প্রতিনিধি
ভয়েস অফ বাংলাদেশ
অবসর প্রাপ্ত জেলা সমাজ সেবা কার্যালয়ের ( হিসাব সহকারী) প্রয়াত সুনীল চন্দ্র বর্মন এর বিদেহী আত্নার শান্তি  কামনায় তার নিজ বাড়ী ঘাটাইল উপজেলার রসুলপুর (ঢলুয়ায়) আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠান সু- সম্পন্ন হয়। গত ৩০ জানুয়ারি মঙ্গলবার এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আদ্যশ্রাদ্ধের একমাত্র উওরাধিকারি তার পুত্র ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) ঘাটাইল উপজেলা শাখার ভাইস – চেয়ারম্যান ও বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি,  পরিমল চন্দ্র বর্মন । প্রয়াত সুনীল চন্দ্র বর্মনের স্রী কাজল রেখা বর্মন এবং একমাত্র পুএবধূ মুক্তা সরকার আদ্য শ্রাদ্ধে পিন্ডাদি ও চার ধান স্বয়ংসম্পূর্ণ করেন।
প্রয়াত সুনীল চন্দ্র বর্মনের আদ্যশ্রাদ্ধের পুরোহিত রন্জন চক্রর্বতী বলেন সনাতন ধর্মের সকল আচার, নিয়ম পালন করে ষোল ধানের মাধ্যমে একমাত্র উওরাধিকার পরিমল চন্দ্র বর্মন তার বাবার  আদ্য শ্রাদ্ধ স্বয়ং সু – সর্ম্পুন করেন। আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠানে শ্রীমদ্ভগবত গীতা পাঠ করেন শ্যামল চন্দ্র সরকার, বিএ, কাব্যতীর্থ।
এ সময় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান
ষষ্টিনা নকরেক। কুড়াগাছা ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য অর্চনা নকরেক।ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন মধুপুর উপজেলা শাখার  সাংগঠনিক সম্পাদক
জয়দেব সরকার। ঘাটাইল উপজেলার ১০ নং রসুলপুর ইউনিয়নের বর্তমান মহিলা ইউপি সদস্য মোছাঃ নুরজাহান বেগম, মর্জিনা সিকদার। বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সভাপতি “রতন কে আর “এবং ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ), ঘাটাইল উপজেলা শাখার চেয়ারম্যান স্বপন চন্দ্র । সততা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। সাগরদিঘী, ঘাটাইল এর সভাপতি
স্বপন চন্দ্র বর্মন,  জেলা কমিটি ও উপজেলা কমিটির অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্হিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে তার শুভাকাঙ্ক্ষী, আত্নীয় স্বজন,১০নং রসুলপুর ইউনিয়নের আওয়ামীলীগ এবং  বিএনপির সকল নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের অনেক ব্যাক্তি বর্গ। জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে প্রয়াত  সুনীল চন্দ্র বর্মনের আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে উঠেছিলো মিলনের সমারোহ। প্রায় ৫৫০ জন লোকের অতিথী আপ্যায়নের মাধ্যমে আদ্যশ্রাদ্ধর ভোজনাক্রিয়া সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *