রামগড়ে ৩ ইটভাটায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা
তাজু কান্তি দে,খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির জেলার রামগড় উপজেলায় ৩ ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (৩১ জানুয়ারী) বেলা ১২ টার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রামগড় পৌরসভার ফেনীরকূল এলাকায় অবস্থিত মেসার্স নুর ইসলাম ব্রিককে ১ লাখ টাকা ও হাজেরা ব্রিক ফিল্ড এবং বলিটিলায় অবস্থিত নূরজাহান ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, ‘ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ আইনের ব্যত্যয় ঘটানোর অপরাধে ইটভাটা তিনটির মালিককে অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত’।