ঝালকাঠির রাজাপুরে পুলিশের বাধায় বিএনপি’র কালো পতাকা মিছিল পন্ড।
তাইফুর রহমান,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে বিএনপির কালো পতাকা মিছিল।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে রাজাপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের নেতৃত্বে পশ্চিম চর বাঘড়ী তার নিজ বাস ভবনের সামনে থেকে একটি কালো পতাকা মিছিল শুরু করে নেতাকর্মীরা। পরে মিছিলটি বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাঘড়ী বাজার এলাকার সড়কে উঠতে চাইলে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়।
এ সময় রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতন দেবনাথ, সাবেক ছাত্রদল সভাপতি আনোয়ার পাশা নিপু সহ রাজাপুর উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমীকদল সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।