Home অপরাধ তালা কেটে নলছিটিতে কলেজের কম্পিউটার  ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরি।
জানুয়ারি ৩০, ২০২৪

তালা কেটে নলছিটিতে কলেজের কম্পিউটার  ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরি।

তাইফুর রহমান, ঝালকাঠি (নলছিটি) প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ থেকে ১৬টি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো একসময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের একদম সাথে দপদপিয়া ইউনিয়নের বুড়ির হাট এলাকায় অবস্থিত ওই কলেজে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষের অফিস কক্ষের সামনের বারান্দার গেটের গ্রীলের হ্যাজবোল্ড ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কলেজের সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের হ্যাজবোল্ড ভেঙে ল্যাবে থাকা ১৬ টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় চোরচক্র। মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে থানা পুলিশকে খবর দেয়।
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমারকে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *