Home বিনোদন কারিনার সামনেই কার্তিককে চুমু ছুঁড়লেন
জানুয়ারি ৩০, ২০২৪

কারিনার সামনেই কার্তিককে চুমু ছুঁড়লেন

সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে যোগ দিতে গুজরাটের গান্ধীনগরে গিয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। সেখান থেকে একসঙ্গে ফিরেছেন অভিনেত্রী কারিনা কাপুর, কারিশ্মা কাপুর ও সারা আলী খান। এদিকে সারার ঠিক তার পিছনেই ছিলেন কার্তিক আরিয়ান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, কারিনা ও কারিশমা কাপুরের সামনেই করলেন সাইফ কন্যা শুধু আলিঙ্গন নয়, সুযোগ পেয়ে কার্তিকের দিকে ছুঁড়লেন চুমু।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সাম্প্রতিক ভিডিওতে নতুন করে সারা-কার্তিকের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। সেখানে দেখার যায় গাড়িতে ওঠার সময় কারিনা-কারিশ্মার সামনেই কার্তিকের উদ্দেশ্যে চুমু ছুঁড়ে দেন সারা।

এদিকে পাল্টা কার্তিক সারাকে জড়িয়ে সৌজন্য বিনিময় করেন। সেই সঙ্গে কারিনা, কারিশ্মার সঙ্গেও সৌজন্য বিনিময় করেন কার্তিক। যদিও মুম্বাই বিমানবন্দরে নেমে তাদের পথ আলাদা হয়ে যায়।

কার্তিক আরিয়ানকে ভালো লাগার কথা কেরিয়ারের শুরুর আগেই ‘কফি উইথ করণ’এ এসে বলেছিলেন সারা আলি খান। তারপর কেরিয়ার শুরুর পর কার্তিকের সঙ্গে জুটিও বাঁধেন সারা। ইমতিয়াজ আলির ‘লভ আজ কাল’ ছবিতে দেখা গিয়েছিল সারা-কার্তিককে।

সিনেমার শ্যুটিং ও প্রচারে নেমে একে অপরের প্রেমে পড়েন সারা-কার্তিক। দুজনেই সেই প্রেমের কথা আলাদা করে যেমন বলেননি, তেমনই লুকিয়েও রাখেননি। যদিও সেই প্রেম বেশিদিন টেকেনি, ভেঙে যায়।

এরপর ‘কফি উইথ করণ’-এর এবারের সিজনে কার্তিকের সঙ্গে ভেঙে যাওয়া প্রেম নিয়ে ফের কথা বলেছেন সাইফ কন্যা। কার্তিকের দোষ-গুণ, অন্য প্রেমে জড়ানো সহ নানান বিষয়ে কথা বলেন সারা। এমনকি জানিয়েছিলেন ভেঙে যাওয়া প্রেমিকের সঙ্গে বন্ধুত্ব রাখাটা খুব একটা সহজ নয়।

যদিও প্রকাশ্যে সারার এমন মন্তব্যে বিশেষ খুশি হননি কার্তিক। নিজের সেই অখুশি হওয়ার কথাও তিনি প্রকাশ্যেই জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *