Home সারাদেশ নলছিটির প্রয়াত মুক্তিযোদ্ধা আহসান হাবীবের স্ত্রীর মৃত্যুতে   শোকাহত সর্ব মহল ।
জানুয়ারি ২৯, ২০২৪

নলছিটির প্রয়াত মুক্তিযোদ্ধা আহসান হাবীবের স্ত্রীর মৃত্যুতে   শোকাহত সর্ব মহল ।

তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার প্রয়াত মুক্তিযোদ্ধা আহসান হাবিবের স্ত্রী, জাতীয় সাংবাদিক সংস্থা নলছিটি উপজেলা ইউনিটের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আসান ইমন ও পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তামান্না আক্তার ইম্পার মমতাময়ী মা তাছলিমা পারভিন আর নেই। তিনি রোববার সকাল সাড়ে দশটার দিকে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়াও তিনি সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহসান হাবিব’র স্ত্রী ও নলছিটি উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক রহমান সরদারের শাশুড়ি ছিলেন।
তিনি ২ ছেলে, এক মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঝালকাঠি-২ আসনের সাংসদ, ১৪দলের সমন্বায়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তছলিম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিবুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান, যুলীগের আহবায়ক মামুন তালুকদার, যুগ্ম আহবায়ক সৈয়দ বাবু, ছাত্রলীগ সভাপতি অনিক রহমান সরদার, সাধারণ সম্পাদক প্রিন্স, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি খলিুর রহমান মৃধা, সাধারণত সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন, পুরাণ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন চৌধুরী, উপজেলার পরিচিত সমাজকর্মী বালী তূর্য,  পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার দাস প্রমুখ।
মরহুমার প্রথম নামাজের জানাজা সোমবার সকাল ১০টায় নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও ২য় জানাজের নামাজা সকাল ১১টায় তার নিজ গ্রামের বাড়ি মগর ইউনিয়নের মেরহার গ্রামে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *