Home সারাদেশ ঝালকাঠির ঐতিহ্যবাহী বড়ইয়া কলেজের উপাধ্যক্ষের মা-বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। 
জানুয়ারি ২৫, ২০২৪

ঝালকাঠির ঐতিহ্যবাহী বড়ইয়া কলেজের উপাধ্যক্ষের মা-বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি।। 
 ঝালকাঠি জেলাধীন রাজাপুর বড়ইয়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ গাজী জসিম উদ্দীন এর সদ্য প্রয়াত মমতাময়ী “মা” ও শ্রদ্ধেয় পিতার মৃত্যু পরবর্তী আত্মার মাগফিরাত কামনায় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ সভাকক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৫ জানুয়ারি’২৪ দুপুর ১২ টায় ঝালকাঠি জেলাধীন রাজাপুর বড়ইয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান এর সভাপতিত্বে উক্ত স্মরণসভায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তালুকদার,শোকাভিভূত পরিবারের পক্ষে উপাধ্যক্ষ গাজী জসীমউদ্দিন এবং ধর্মীয় দিক তুলে ধরে আলোচনা করেন স্থানীয় পালট কাছেমুল উলুম কওমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠিাতা মাওলানা মরহুম আঃ ছালাম এর সুযোগ্য পুত্র বর্তমান মাদ্রাসা পরিচালক হাফেজ মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মচারী এবং রাজাপুর সাংবাদিক ক্লাবের সহসভাপতি সমাজ সেবক আলমগীর শরীফ ও ইউপি সদস্য সালমা আলমগীর উপস্থিত ছিলেন। দোয়া মুনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *