Home বানিজ্য বড় পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার
জানুয়ারি ২৩, ২০২৪

বড় পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার

বড় পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ার বাজার। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের পাশাপাশি হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন।

বাজার সংশ্লিষ্টরা বলেছেন, ফ্লোরপ্রাইস তুলে দেওয়ার পর অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে গত রবিবার শেয়ার বিক্রি করেছেন। ফলে সূচকের বড় পতন হয়। কিন্তু গতকাল সেই ধাক্কা সামলে উঠেছে শেয়ার বাজার। অধিকাংশ কোম্পানির শেয়ারদরই বেড়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, বাজারকে বাজারের মতো চলতে দিলে খুব শিগিগর বাজার স্থিতিশীল হবে।

ডিএসই তথ্য বলছে, গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৬২৫৪ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৬.৫৮ পয়েন্ট বেড়ে ১৩৮০.৭৫ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২১৪৭.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এই বাজারে ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৪৫৩ কোটি ৩৪ লাখ টাকা। গতকালের এই লেনদেন গত বছরের ১৮ জুলাইয়ের পর সর্বোচ্চ। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনকৃত কোম্পানির মধ্যে ২০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কমেছে ১৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।

দেশের প্রধান এই শেয়ারবাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বিডি থাই অ্যালুমেনিয়ামের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ৮৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৩০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ২৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: লাফার্জহোলসিম বাংলাদেশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, সি পার্ল বিচ রিসোর্ট, বিচ হ্যাচারি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯৩ পয়েন্ট। লেনদেন হয়েছে ২১ কোটি ৮১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৪ লাখ টাকা।

গতকাল লেনদেনকৃত মোট ২৬৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১১৮টির। আর অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *