নলছিটিতে জেলেদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ।
ঝালকাঠি (নলছিটি) প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৩ জানুয়ারি) উপজেলার ২০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ৪০ টি ছাগল,একটি করে ঘর ও এক মাসের খাবার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার প্রমুখ।