Home অপরাধ নতুন করে এই গ্যাং এর অত্যাচার বহু গুন বেড়েছে।
জানুয়ারি ২২, ২০২৪

নতুন করে এই গ্যাং এর অত্যাচার বহু গুন বেড়েছে।

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

রাজধানীর যাত্রাবাড়ী থেকে কিশোর গ্যাং ‘অনিক-শাকিব’ গ্রুপের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটকরা হলেন- মো. অনিক (১৯), মো. শাকিব (১৮), মো. সাব্বির হোসেন (১৯), মো. আমল ইসলাম ওরফে সাহিল (১৮) ও মো. রবিন (১৮)।

 

এ সময় তাদের কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি স্টিলের ব্যাটন, তিনটি মেটাল চেইন ও তিনটি বক্সিং পাঞ্চার জব্দ করা হয়।

সোমবার (২৮ জুন) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস এসব তথ্য নিশ্চিত করেন।

Gang-1.jpg

বীণা রাণী দাস বলেন, ‘র‍্যাব-৩ এর কাছে তথ্য ছিল যাত্রাবাড়ী এলাকায় কয়েকটি কিশোর গ্যাং চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচা ও সেবন, এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে রোববার (২৭ জুন) রাতে যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে অনিক-শাকিব কিশোর গ্যাং চক্রের পাঁচজনকে আটক করে র‍্যাব-৩ এর একটি দল।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতো। এছাড়া তারা মোটরসাইকেল ব্যবহার করে রিকশা, ভ্যান, সিএনজি ও বাস যাত্রীদের টার্গেট করে ব্যাগ ও পার্টস ছিনতাই করতো।’

তিনি আরও বলেন, ‘সড়কে দলবদ্ধভাবে দাঁড়িয়ে মাদক সেবন করে তারা উশৃঙ্খল হয়ে সাধারণ মানুষকে হয়রানি করতো। অর্থ উপার্জনের জন্য দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচা করে আসছিল।’

আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *