Home অপরাধ নলছিটিতে মাদকের বিরুদ্ধে চলছে  পুলিশের সাড়াশি অভিযান।
জানুয়ারি ২২, ২০২৪

নলছিটিতে মাদকের বিরুদ্ধে চলছে  পুলিশের সাড়াশি অভিযান।

নলছিটি(ঝালকাঠি)সংবাদদাতাঃ
ঝালকাঠির নলছিটিতে মাদকের বিরুদ্ধে পুলিশ সাড়াশি অভিযান শুরু করেছে। বিগত কয়েক সপ্তাহে নলছিটি থানা পুলিশের অভিযানে একাধিক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২০জানুয়ারী উপজেলার নাঙ্গুলী এলাকা থেকে শুভো হাওলাদারকে ৫০০গ্রাম গাঁজা ও ২১জানুয়ারী উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে মো. বেলাল নামের এক যুবককে ২০০গ্রাম গাঁজা ও ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। এর আগেও বেশ কয়েকজনকে বিভিন্ন ধরনের মাদকসহ আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
তাদের অভিযানকে সাধুবাদ জানিয়ে অভিভাবকরা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসনের ব্যস্ততার ফাঁকে মাদক ব্যবসায়ীদের দৌরাতœ্য বেড়ে যাওয়ায় এখন এই অভিযান চলমান থাকা খুবই প্রয়োজন। আমাদের স্কুল কলেজগামী ছেলে মেয়েদের নিয়ে চিন্তিত থাকতে হয়। মাদকের ভয়াল থাবা তাদের গ্রাস না করে ফেলে সেই আতংকে দিন কাটে।
স্থানীয় বাসিন্দা সহিদ খলিফাসহ কয়েকজন জানান, আমাদের পৌর এলাকার খোঁজাখালিতে একটি চক্র মাদকের বিষবাষ্প ছড়িয়ে যাচ্ছে। তারা দলীয় সাইনবোর্ড ব্যবহার করে মাদকের জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে উঠতি বয়সের ছেলে মেয়েরা বিপদগামী হচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোড়ালো করা দরকার।
তারা আরও বলেন, নলছিটিতে মাদকের কয়েকটি হটস্পট আছে যেগুলো লোকমুখে সবসময় উচ্চারিত হয়। যার মধ্যে আছে নলছিটি পৌর এলাকার ফেরিঘাট সড়ক,কংশার দিঘিরপাড় ,মল্লিকপুর,খোজাখাজিসহ বেশ কিছু পয়েন্ট এসব জায়গায় আরও জোড়ালো অভিযান পরিচালনা করা প্রয়োজন। সন্ধ্যা নামলেই এসব এলাকায় মাদকের সাথে জরিত ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায়। নদীর তীরবর্তী হওয়ায় এসব পয়েন্ট এখন মাদক সরবরাহের নিরাপদ রুটে পরিনত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী বলেণ, আমরা মাদকের সাথে জরিত কাউকে ছাড় দেব না। সেটা যে কেউ হোক না কেনো। মাদক পরিবার ও সমাজের জন্য অভিশাপ। আমরা প্রশাসনকে অনুরোধ করবো মাদকের সাথে জরিত যে কাউকে আইনের আশ্রয়ে নিয়ে আসুন। এতে আমাদের সহযোগিতা সবসময়ই থাকবে।
নলছিটি থানা ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। নলছিটিতে মাদক সম্পুর্নরুপে নির্মূল করা হবে। এ ব্যাপারে ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল স্যারের নির্দেশ মোতামেক আমরা কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *