দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ‘কালো পতাকা’ মিছিলের কর্মসূচি বিএনপির
পরপর দুই দিনের ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী শুক্রবার (২৬ জানুয়ারি) জেলায় জেলায় ও পরের দিন শনিবার (২৭ জানুয়ারি) মহানগরগুলোয় ‘কালো পতাকা’ মিছিলের কর্মসূচি পালন করা হবে।
রোববার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা দল ও জোটগুলোও একই দিনে একই কর্মসূচি পালন করবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার দুই সপ্তাহ পর বিএনপি কর্মসূচি দিল। তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ভোট বর্জন করে। এখন কালো পতাকা মিছিলের এ কর্মসূচির ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়কে প্রধান ইস্যু হিসেবে এনেছে দলটি।
রোববার রাতে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ ‘এক দফা’ দাবি আদায়ে এ কালো পতাকা মিছিল করা হবে।
সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, দেশের জনগণকে উপেক্ষা করে জনপ্রতিনিধিত্বহীন সরকার যেকোনো উপায়ে বিদেশি রাষ্ট্রের সমর্থন জোগাড় করতে ব্যস্ত। দেশে দেশে ধরনা দিয়ে কাকুতি–মিনতি করছে। ডামি ভোটের নকল সরকার হীনম্মন্যতায় ভুগছে।