জাতীয় পার্টি হবে সংসদের বিরোধী দল: ওবায়দুল কাদের
নিজ দলের স্বতন্ত্রদের সংসদে বিরোধী দল সাজানোর গুঞ্জন নাকচ করে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, সংসদে আওয়ামী লীগের পর দল বলতে আছে জাতীয় পার্টি। তাই বরাবরেে মত জাপাকেই বিরোধী দল হিসেবে মনোনয়ন দিবে বিএএল।
সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় পার্টিই হবে সংসদের প্রধান বিরোধী দল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বতন্ত্ররা স্বতন্ত্রই আছেন। দল যদি বলেন, তাহলে জাতীয় পার্টি।