যার উদ্দেশ্য ক্যারাম খেলে গিনেস বুকে নাম লিখানো
মোঃ জোবায়ের হোসাইন
উপজেলা প্রতিনিধি হাকিমপুর (দিনাজপুর)
যার উদ্দেশ্য ক্যারাম খেলে গিনিস বুকে নাম লেখানো। শুরুতে যে কেউ শুনলে ভাবতে পারে ছেলেটি পাগল হয়েছে। কিন্তু এটাই বাস্তব যে তার উদ্দেশ্য হচ্ছে ক্যারাম কিং হয়ে গিনিস বুকের সোনালী পৃষ্ঠায় নিজের নাম লেখানো।
তার আসল নাম মাহফুজ আহমেদ, এলাকায় তাকে ক্যারাম কিং বলে ডাকা হয়।
পেশায় তিনি দিন মজুর হলেও ক্যারাম খেলায় এলাকায় তার জুড়ি মেলা ভার।
তিনি হাকিমপুর থানার সাতকুড়ি গ্ৰামের বাসিন্দা। পুরো হাকিমপুর থানার মধ্যে তার নাম ডাক বেশ রয়েছে। এলাকাবাসীর দাবি ছেলেটি অনলাইন ক্যারামে এতোই আসক্ত তিনি ক্যারাম খেলার জন্য ছেড়ে দিয়েছেন প্রাইমারির চাকরি। শুনতে হাস্যকর হলেও এটাই সত্য যে একজন সহকারী শিক্ষক হওয়া সত্ত্বেও ক্যারামের নেশা তাকে চাকরি ছেড়ে দিন মজুর বানিয়ে দিয়েছে।