Home সারাদেশ দীঘিনালায় শীতার্তদের সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
জানুয়ারি ১৮, ২০২৪

দীঘিনালায় শীতার্তদের সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।  আজ বুধবার (১৭ জানুয়ারী) সকালে উপজেলার পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এএফআরটিসি) প্রধান প্রশিক্ষক লেঃ কর্নেল মাহফুজ মান্নান সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, ‘সেনাবাহিনী নিয়মিত কাজের পাশাপাশি সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে।’

এসময় সেনাবাহিনীর প্রশিক্ষণ সেন্টারের ওআইসি মেজর আব্দুল্লাহ আল মাহিন, কোয়াটার মাস্টার ক্যাপ্টেন আব্দুল্লাহ্ আল মাফি, এডজুটেন্ট ক্যাপ্টেন দুর্লভ কুমার রায়, কোম্পানী টুআইসি ক্যাপ্টেন ফারদিন আফজাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারীরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর সহায়তা পেয়ে পোমাং পাড়া এলাকার পোলাংতি ত্রিপুরা (৭০) ও কুমিল্লাটিলা এলাকার ফটিক মিয়া (৮০) বলেন, ‘এবার অন্য বছরের তুলনায় অনেক বেশি শীত পড়ছে। শীতের রাতে আমাদের খুব কষ্ঠ হতো। সেনাবাহিনী আমাকে শীতবস্ত্র (কম্বল) দিয়েছে। এখন শীতে কষ্ঠ করতে হবে না।’

এসময় উপজেলার পোমাং পাড়া, চাপ্পাপাড়া, বুদ্ধ পাড়া ও কুমিল্লাটিলার ৫ শাতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *