Home অপরাধ ঝালকাঠির রাজাপুরে ইয়াবা সহ গোয়েন্দা পুলিশের হাতে আটক দুইজন।
জানুয়ারি ১৮, ২০২৪

ঝালকাঠির রাজাপুরে ইয়াবা সহ গোয়েন্দা পুলিশের হাতে আটক দুইজন।

তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রাম থেকে ইয়াবা সহ দুই যুবককে গ্রেফতারের সংবাদ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা  (ডিবি) বিভাগ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়
গত ১৭/০১/২০২৪ খ্রিঃ জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়ের মাদক বিরোধী অভিযান সফল করতে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মনিরুজ্জামান, ওসি ডিবি এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন পুটিয়াখালী গ্রামস্থ জনৈক মোশারেফ হোসেন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট সহ ১। মোঃ নাজমুল হোসেন (২৮), পিতা- মোঃ সুলতান খা, মাতা-মোসাঃ রাহিমা বেগম, সাং- পুটিয়াখালী, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি, ২। মোঃ রুবেল হাওলাদার (২৩), পিতা-আলী হোসেন হাওলাদার, মাতা- তাজনেহার বেগম, সাং-আদাখোলা, থানা-রাজাপুর, জেলা- ঝালকাঠিদ্বয়কে ধৃত করেন।
আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *