জয়দেবপুরে ট্রেন লাইনচ্যুত
ঢাকা-ময়মনসিংহ রেলপথে জয়দেবপুর স্টেশনে তুরাগ কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার হানিফ আলি।
সকালে তুরাগ কমিউটার ট্রেনটি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেয়। হঠাৎ এটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের গতি খুব কম থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্টেশন মাস্টার হানিফ আলী জানান, লাইনম্যান সিগনাল দেওয়ার আগেই চালক ট্রেন চালাতে শুরু করেন। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।