যে কোনো চাপ অতিক্রম করার সাহস রাখে সরকার: ওবায়দুল কাদের
সরকার দেশি-বিদেশি যে কোনো ষড়যন্ত্র ও চাপ অতিক্রম করার সাহস রাখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দেশি-বিদেশি চাপ আছে। তবে আমরা সেই চাপ অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি। পদ্মা সেতু ও রাজধানীতে আধুনিক মেট্রোরেল তার বড় উদাহরণ। আরও পাঁচটি মেট্রোরেল হবে। এর পাশাপাশি দুটি পাতাল রেলের কাজ চলছে। ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেলের নির্মাণকাজ শেষ হবে। রোববার সচিবালয়ে তিনি এসব কথা বলেন। চতুর্থবারের মতো সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এদিন প্রথম সচিবালয়ে আসেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সম্পর্ক মাটি ও মানুষের সঙ্গে। মাটি ও মানুষের সঙ্গে যে দলের, যে সরকারের সম্পর্ক-তারা কোনো চাপের কাছেই নতি স্বীকার করে না।’
রাজনীতি, অর্থনীতি ও ব্যক্তিগত জীবনের সর্বক্ষেত্রেই চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, কোনো চ্যালেঞ্জ অতিক্রম করা অসম্ভব নয়। সবই অতিক্রম করতে পারবে বর্তমান সরকার। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। পথে পথে বাধা, পদে পদে বাধা-সেটা আমরা অতিক্রম করেছি। আমরা অতিক্রম করেছি নির্বাচনি পরিস্থিতি। নির্বাচন তো হয়েই গেছে। অনেকে বলেছেন, নির্বাচন তো করতে পারবে না, কিন্তু আমরা নির্বাচন করেছি। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়িত করেছি। আমাদের ওপর চাপ আসবে তা জানি। বিদেশি চাপ আসবে, নানা ধরনের চাপ আসবে, পাশাপাশি আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্রও আছে। এগুলো অতিক্রম করতে হবে। এগুলোকে ভয় পেলে চলবে না-সাহস রাখতে হবে।’
বিএনপিসহ সমমনা দলগুলোর নতুন করে নির্বাচনের দাবিকে ‘মামাবাড়ির আবদার’-মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশটা সবার। দেশ যে শুধু আওয়ামী লীগের সেটা তো বলতে পারি না। সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় আসতে হবে। আমরাও চিরজীবন ক্ষমতায় থাকব না। একটা দল চিরজীবন ক্ষমতায় থাকেও না। এ দেশের সব সম্পদ জনগণের। বিরোধী দলের যারা আছেন, তারাও এ সম্পদের অংশীদার। কাজেই উন্নয়নের যে যাত্রা শুরু হয়েছে, সেটা ২০৪১ সাল অবধি আমাদের ভিশনে নিয়ে যেতে হবে।’
সড়কে শৃঙ্খলা ও যানবাহনে শৃঙ্খলার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক কাজ আছে। চ্যালেঞ্জ অনেক আছে। তবে এর মধ্যে আমি এখনো বলি সড়কে শৃঙ্খলা, যানবাহনে শৃঙ্খলা-এ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের অর্থায়নে আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করি সেটি বাস্তবায়ন হলে সড়কে নিরাপত্তা বাড়বে।’