Home অপরাধ খাগড়াছড়িতে পর্নোগ্রাফি মামলায় শিক্ষক গ্রেফতার। 
জানুয়ারি ১৫, ২০২৪

খাগড়াছড়িতে পর্নোগ্রাফি মামলায় শিক্ষক গ্রেফতার। 

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

পর্নোগ্রাফি আইনের এক মামলায় খাগড়াছড়িতে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়ন থেকে রোববার রাতে ২৭ বছর বয়সী উদয়ন ত্রিপুরাকে গ্রেফতার করা হয় বলে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা জানান।

উদয়ন ওই ইউনিয়নের দুর্গম শীব মন্দির পাড়া এলাকায় বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ সুপার বলেন, উদয়ন ভুয়া ফেসবুক আইডি খুলে তার এক নারী সহকর্মীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেন। পরে ওই নারীর ব্যক্তিগত ছবি আপত্তিকরভাবে এডিট করে তার ম্যাসেঞ্জারে পাঠায় এবং অশ্লীল প্রস্তাব দেন। ওই নারী প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন উদয়ন।

পরে ওই নারী বাদী হয়ে উদয়নের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে সদর থানায় মামলা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, অভিযোগ দায়েরের ৩৬ ঘণ্টার মধ্যে মোবাইল ট্র্যাক করে উদয়নকে গ্রেফতার করা হয়। পরে তিনি এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারও করেন।

এ ঘটনায় উদয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাতদিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান মুক্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *