Home অপরাধ ঘাটাইলে গরু চোরকে গণধোলাই অতঃপর পুলিশের নিকট সোপর্দ।
জানুয়ারি ১২, ২০২৪

ঘাটাইলে গরু চোরকে গণধোলাই অতঃপর পুলিশের নিকট সোপর্দ।

ঘাটাইল উপজেলা প্রতিনিধি, টাঙ্গাইল:-
ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর এলাকায় গরু চুরি করার সময় সাধারণ জনগনের কাছে আটক হয়েছে গরুচোর। শহরগোপিনপুর বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর এজেন্ট অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। ১১ ই জানুয়ারি,২০২৪ ইং দুপুর ২ ঘটিকার দিকে এই ঘটনা ঘটে।এলাকাবাসীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরটির বাড়ি একই উপজেলার সাগরদিঘী ইউনিয়নে বলে জানা যায়, কিন্তু এটা এলাকাবাসীর কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয় নি।পরবর্তীতে এলাকাবাসী তার উপর ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে তাকে গাছের সাথে বেধে বেধড়ক মারধর করে।ওই এলাকার (নাম প্রকাশে অনিচ্ছুক) একজন বলেছেন, ” কিছুদিন আগে আমাদের এলাকায় আশরাফ মিয়ার ৫ টি গরু চুরি হয়ে গিয়েছিলো। যার কারণে এলাকার মানুষ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওই চোরকে ইচ্ছেমতো পিটিয়েছে। বলা বাহুল্য ওই ৫ টি গরু চুরি যাওয়ার পরে আশরাফ আলী ব্যাংকের ঋণে জর্জরিত হয়ে যায়। এলাকা বাসীর প্রচন্ড নির্যাতন সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছিলো গরুচোর। ঘটনা জানাজানি হলে পার্শ্ববর্তী ধলাপাড়া সার্কেলের পুলিশ এসে চোরকে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *