Home সারাদেশ নিজ উদ্যোগে সাবেক ছাত্রনেতার রাস্তা সংস্কার 
জানুয়ারি ১১, ২০২৪

নিজ উদ্যোগে সাবেক ছাত্রনেতার রাস্তা সংস্কার 

নড়াইল প্রতিনিধি
নিজ কর্মীদের নিয়ে নড়াইল পৌরসভার একটি আধাপাকা রাস্তা সংস্কার করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা বি এম মাহাবুব রহমান মাসুম। সড়কটি পৌরসভার দুর্গাপুর এলাকার বাগানপাড়া নামক এলাকায় অবস্থিত। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থান ভেঙে গর্ত সৃষ্টি হওয়ায় এটি যান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছিল। দুইদিন ধরে চলা এ সংস্কারকাজ বৃহস্পতিবার শেষ হয়। সংস্কারকাজে সহযোগীতা করেন স্থানীয় তরুণ পিয়াস,রিংকু, রিয়াজ, আশরাফুল, নাজিম,রিমন।
 এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন এ রাস্তাটি ভেঙে পড়ায় জনদূর্ভোগ চরমে পোঁছায়। বর্ষাকালে এই রাস্তায় হাঁটাচলা করাও কষ্টসাধ্য হয়ে পড়ে। সরকারিভাবে কোনো ধরণের সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত দূর্ভোগে পড়তে হতো স্থানীয় জনসাধারণকে। এ বিষয়ে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বি এম মাহাবুব রহমান মাসুম বলেন, “সবসময়ই সরকার বা জনপ্রতিনিধি দ্বারাই নয়, ব্যক্তি উদ্যোগেও সংস্কার বা উন্নয়নকাজ হতে পারে। আমাদের এলাকার একটি আধাপাকা সড়ক যান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছিল। ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। তাই সচেতন নাগরিক হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকেই আমার কর্মীদের নিয়ে সেচ্ছাশ্রমে সড়কটির সংস্কার করেছি। জানা গেছে, সাবেক এই ছাত্রলীগ নেতা বর্তমানে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত আছেন। তিনি নড়াইল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *