Home সারাদেশ বিধবা নুরজাহানের বসতঘর আগুনে পুড়ে ছাই
জানুয়ারি ১১, ২০২৪

বিধবা নুরজাহানের বসতঘর আগুনে পুড়ে ছাই

মশিউর রহমান রাসেল 
বার্তা প্রধান বরিশালঃ-
কাঠালিয়ার বড় কাঠালিয়া গ্রামের বিধবা নুরজাহানের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে বিধবার চার লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বুধবার রাত ১১টায় উপজেলার বড় কাঠালিয়া গ্রামের মৃত্যু শাজাহান জমাদ্দারের বিধবা স্ত্রী নুরজাহান বেগমের বসতঘরে আগুন লাগে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানাের চেষ্টা করে। মুহুর্তের মধ্যে আগুনে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় নুরজাহান ঐ ঘরে আটকা পড়েছিলেন।  স্থানীয়রা ঘরের জানালা ভেঙ্গে তাকে উদ্ধার করে। পরে কাঠালিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে নুরজাহানের পুরাে ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
নুরজাহানের পুত্রবধু রুমা জানান, আমার শাশুড়ি ঘরে একা থাকে আমরা পাশে পৃথক ঘরে থাকি। রাতে হঠাৎ আমার শাশুরি আগুন, আগুন, বাচাঁও, বাচাঁও বলে চিৎকার করে। তখন আমরা গিয়ে দেখি ঘরের বারান্দায় আগুন জ্বলছে। আমাদের ডাক-চিৎকারে গ্রামবাসী ছুটে আসেন। তখনও আমার শাশুরি ঘরের ভিতর আটকা ছিলেন। ঘরের জানালা ভেঙ্গে শাশুড়িকে উদ্ধার করি। কিছুক্ষণের মধ্যেই সম্পুর্ন ঘরে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস আসতে আসতে পুরাে ঘরটি আগুনে পুড়ে যায়। আমার শাশুরি সহায় সম্বল বলতে যা ছিলা তা সব শেষ হয়ে গেছে।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মােঃ নুরুল আলম মিলু বলেন- অসহায় পরিবারের জন্য আমাদের সরকারিভাবে যা করণীয় রয়েছে আমরা সব ধরনের সাহায্য সহযােগিতা করব।
কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মােঃ শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আমরা দুই দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *