Home সারাদেশ বাকেরগঞ্জে স্থাপন হলো তরঙ্গের মানবিক দেয়াল
জানুয়ারি ১১, ২০২৪

বাকেরগঞ্জে স্থাপন হলো তরঙ্গের মানবিক দেয়াল

মোঃ রাসেল হোসেন, বরিশাল প্রতিনিধিঃ
তরঙ্গ সংগঠন এর উদ্যোগে বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভায় স্থাপন হলো ‘তরঙ্গের মানবিক দেয়াল’ এর ২টি বুথ। ১১ জানুয়ারি ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার বেলা ৪ টার দি কার্যক্রমের শুভ উদ্ভোদন করেন, তরঙ্গ সংগঠন বাকেরগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব তাহমিদ আজাদ তূর্য্য এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির বাকেরগঞ্জ উপজেলা সহ-সমন্বয়ক অঝর মাহমুদ নাঈম , সংগঠনটির বাকেরগঞ্জ উপজেলা সহ-সমন্বয়ক মহসিন খান সিয়াম (শুভ) , সংগঠনটির বরিশাল জেলা শাখার সদস্য মোঃ শফিউল ইসলাম জিসান সহ সংগঠনটির বাকেরগঞ্জ উপজেলা জেলা শাখার অন্যান্য মানবিক স্বেচ্ছাসেবীরা।
এমন উদ্যোগে ইতোমধ্যে এলাকাবাসীর প্রশংসা পাচ্ছে তরঙ্গ সংগঠন।
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ রেদোয়ান ইসলাম রুদ্র বলেন, ‘আমরা বরিশাল শহরে প্রথম ‘তরঙ্গের মানবিক দেয়াল স্থাপন করি যা ধাপে ধাপে আমরা পার্শ্ববর্তী ১১টি জেলাতেও ছড়িয়ে দিবো। তারই ধারাবাহিকতায় আজ ‘তরঙ্গের মানবিক দেয়াল ‘ স্থাপন করা শুরু হয়েছে বরিশালের বাকেরগঞ্জে। অবশ্যই এই উদ্যোগের মাধ্যমে বস্ত্রহীন মানুষ উপকৃত হবে। কারও কাছে কাপড় চাইতে হবে না, যার যেটা পছন্দ হবে এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি বৃত্তবানদের অনুরোধ করবো আপনার অপ্রয়োজনীয় পোশাক নষ্ট না করে এখানে দিন যাতে উপকৃত হবে একটি বস্ত্রহীন মানুষ। ‘
সংগঠনটির বাকেরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব তাহমিদ আজাদ তূর্য জানান, ‘আমরা আজ পৌরসভার ডাংকবাংলোর সামনে ১টি এবং অংকুর কিন্ডার গার্ডেন সংলগ্ন দেয়ালে ১টি তরঙ্গের মানবিক দেয়াল স্থাপন করেছি। ইনশাআল্লাহ ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী বুথ সংখ্যা আমরা বাড়াবো যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। এছাড়াও
আমরা বরিশাল সহ পার্শ্ববর্তী ১৪টি জেলায় মানসিক ভারসাম্যহীন(ভবঘুরে) ও এ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি, ইনশাআল্লাহ সবার সহযোগিতায় তরঙ্গের মানবিকতা আমরা বাকেরগঞ্জে উপজেলার সর্বত্র ছড়িয়ে দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *